ফিনিক্স মহীউদ্দিন
স্বপ্ন হোক সহজ সরল,
স্বপ্ন থাকুক স্বচ্ছ।
স্বপ্ন করুক মুক্ত মনে,
কাম বাসনা তুচ্ছ।
স্বপ্নেরা যাক সব আঙিনায়,
করুক ক্ষত স্পর্শ।
স্বপ্নেরা সুখ বপন করুক,
ফসল তুলুক হর্ষ!
স্বপ্ন থাকুক মুক্ত করা,
খাঁচার পাখির বন্ধ দুয়ার।
স্বপ্ন বানে ফিরে আসুক,
প্রাণের গানের সত্য জোয়ার।
স্বপ্নেরা দিক নিত্য নতুন,
আবীর রাঙা ভোর।
স্বপ্ন খুঁজে আনুক টেনে,
স্মৃতির
বাহু ডোর।
স্বপ্ন মানুক নিয়ম নীতি,
শুদ্ধ করুক হৃদয় গলি।
স্বপ্ন ফোটাক শুভ্র গোলাপ,
আনুক ডেকে প্রেমিক অলি।
স্বপ্ন বাঁচুক সত্য ছায়ায়,
মিথ্যা প্রেমের বর্জনে।
স্বপ্নেরা নিক দখল এবার,
লোভের পিদিম বিসর্জনে।
স্বপ্ন ধরুক বিজয় মশাল,
নিশান উড়াক নন্দন!
স্বপ্নে থাকুক মরণ জনম,
অপেক্ষারই মহা মিলন।
স্বপ্ন ভাসাক জীবন তরী,
চন্দনের ঐ গভীর বনে।
জীবন যেথা খেলা করে,
সত্য প্রেমের অবাক ঘ্রাণে!
ড. বিজন কুমার শীল বিস্তারিত
বিপরীত স্রোত প্রতিবেদন বিস্তারিত
ডা. আহমদ মরতুজা চৌধুরী বিস্তারিত
যারিন মালিয়াত অদ্রিতা বিস্তারিত
মোহাম্মদ মাহমুদুজ্জামান বিস্তারিত
উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশ আ.. বিস্তারিত
বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আই.. বিস্তারিত
বাংলাদেশ তখনো বিশ্ব ক্রিকেট অঙ.. বিস্তারিত
ব্রেদিং আউট বার্ডেন নামে কর্ম.. বিস্তারিত