ফিনিক্স মহীউদ্দিন
সত্য প্রেমের হাতছানি নিয়ে শব্দ এসেছে জীবনে,
শব্দের আমি অথবা আমার শব্দ দুজনেই দুজনার।
আরবি,বাংলা,ইংরেজি,উর্দু,হিন্দি,ফার্সি শব্দরা
নিয়েছে দখল অস্তিত্বের পুরোটা জুড়ে।
প্রেম,ভালোবাসা,ঘৃণা,ঈর্ষা নিঃশেষ করে
শুধু শব্দ আর শব্দই প্রবাহিত হচ্ছে,
প্রতিটি শিরা আর ধমনীর নীল আর লাল রক্তে।
ত্বকে,চোখে,হাড়ে,হৃদয়ের অলিন্দে,কোষে কোষে
নিঃশ্বাসের ভেজা গলিতে শুধু শব্দরাই দখল নিয়েছে
খোলা আর ধারালো তলোয়ার হাতে।
শব্দরাই সময় ফেরায়, সময় ঘোরায়
সকাল টাকে বিকেল টানে শব্দেরই অত্যাচারে।
রাতটাকে দীর্ঘ করে আত্মার গানের সম্ভারে।
শব্দরা রাত জাগায় তাদেরই প্রয়োজনে
সাদা দিস্তা কাগজে,ডায়েরিতে,কলমের কালিতে
কোন কবিতা,গল্প,গান,উপন্যাসে
কখনো বা আত্মকথন আর জীবনীতে।
আষ্টেপৃষ্ঠে চেপে ধরে তারা কিছু একটার জন্মের তাড়নায়।
নির্মমভাবে তুলে দেয় তাদের শিশুদের দেখাশোনার দোলনায়।
শব্দরা দুঃসহ করে তোলে মধ্য রাতের গভীর ঘুম
সকালের স্বস্তি,বিকেলের ধ্যান আর সন্ধ্যার গা ধোয়া করে এলোমেলো।
স্বপ্নেরা ঘুমের আড়ালে ঘাপটি মেরে থাকে,
অবিরত কথার ভাঁজে অস্পষ্ট করে তোলে প্রিয় মুখগুলো।
আত্মাকে তাড়িয়ে মারে একটা নতুন বোধের জন্মের অস্থিরতায়।
শব্দরা আত্মার জমিনে বসতি গেড়েছে
উড়িয়েছে তাদের বিজয় নিশান
শব্দেরা এবার জাতিভেদ ভুলে একাকার।
মিশ্র ভাষাভাষীরা একজোট হয়ে যুদ্ধ ঘোষণা করেছে এইবার!
শব্দের রানী আয়োজন করে আত্মার মোমে গড়েছে মৌচাক,
দলে দলে আসছে উড়ে বাছাই করা কর্মী আর কৃতদাস
তাঁরই উদগ্র আহ্বানে আমারই মোমের শরীরে।
মরীচিকাকে শব্দই ডেকে আনে আমার আঙিনায়,
আবার দূর দিগন্তে মিলিয়ে দেয় তারই অপ্রয়োজনে।
শব্দরা ভালোবেসে ডেকে আনে প্রেমিক প্রবর,
আবার তারাই তুচ্ছতায় অবহেলায়,
একটানে ছিনিয়ে নেয় সাজানো ফুলের বাসর।
শব্দ ডাকাতের দস্যুপনা নতুন নয়
পুরনো ব্যথা মাথা চাড়া দিয়েছে এবার!
নো ম্যানস ল্যান্ডের সীমানা ছাড়িয়ে
অজানা দেশের প্রতিটি গলি আর নদীতে
টেনে নামিয়ে,ডুবিয়ে,ভাসিয়ে,সিক্ত করে
তারা দলবলে অট্টহাস্যে মেতে ওঠে।
শব্দের দৌরাত্ম কাহাতক সহনীয় রয়
নজরুলের সমাধি থেকে পবিত্র আয়ু ছুঁয়ে আসে,
অতর্কিতে ঢুকে যায় মগজের কোষে কোষে
সঞ্চিতার ভাঁজ করা প্রিয় কবিতার লাইনে লাইনে।
শব্দরা সব্জি বিক্রেতা,রিক্সাচালক,দোকানির
বচন আর বাচনের নির্যাস থেকে আস্বাদন করে
স্বাভাবিকতার রস আর প্রিয় গল্প কথা।
শব্দরা নারী পুরুষের বোধ বোঝার ছোঁয়ার জন্য
টেনে নেয় অন্তর্জালের অতন্দ্র প্রহরীদের কাছে।
শব্দ শেখায় নতুন ভাষা নতুন কিছুর জন্ম দিতে,
শব্দেরা ভ্রমণে ব্যস্ত শরীর আর মনের যত্র তত্র,
তারাই সারথী, তারাই বাহন, তারাই বাহক।
অনুঘটক আমি অবলীলায় বিছিয়ে দেই
প্রতিটি গলি আর রাজপথ শব্দেরই চাওয়ার উন্মত্ততায়।
শব্দ নামায় ঝুম বৃষ্টি যখন তখন,
অন্তরে,চোখে,হৃদয়ে ইচ্ছেমত।
আবার গোধূলি আলো শব্দরাই ভালোবেসে
এনে জড়ো করে আমারই বিকেলের উঠোনে।
কোরআনের আয়াতে,গজলের বিভোরতায়,ইতিহাসের পাতায়
শব্দই আমাকে খুঁজে নেয় সকাল,দুপুর,বিকেলে
তাঁরই প্রয়োজনে কারো জন্মের আনন্দে।
শব্দ ভালোবাসার প্রিয় সংজ্ঞা শেখায় মমতায়
প্রিয় অপ্রিয়ের মুখের ভাষায়,লেখনী আর নীরবতায়।
শব্দ তোকে জড়িয়ে ধরি,অপেক্ষা করি
একটি সার্থক প্রাণের জন্ম দেয়ায়।
শব্দই হাতে গুঁজে দেয় লাল নীল পেন্সিল,
ভালোবেসে টেনে নেয় বিপরীত স্রোতে।
সেইতো আশা দেখায় মিলনের প্রথম আলোর,
শব্দই ভালোবাসে জন্মদিতে সকল ভালোর।
ড. বিজন কুমার শীল বিস্তারিত
বিপরীত স্রোত প্রতিবেদন বিস্তারিত
ডা. আহমদ মরতুজা চৌধুরী বিস্তারিত
যারিন মালিয়াত অদ্রিতা বিস্তারিত
মোহাম্মদ মাহমুদুজ্জামান বিস্তারিত
উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশ আ.. বিস্তারিত
বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আই.. বিস্তারিত
বাংলাদেশ তখনো বিশ্ব ক্রিকেট অঙ.. বিস্তারিত
ব্রেদিং আউট বার্ডেন নামে কর্ম.. বিস্তারিত