English
ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্রকাশঃ ২০২১-০৮-০৩ ২২:১৬:০২
আপডেটঃ ২০২৫-০৪-০২ ১৯:০১:২২


ডিএসই-র নতুন এমডিকে অভিনন্দন জানালো ইউসিবি স্টক ব্রোকারেজ

ডিএসই-র নতুন এমডিকে অভিনন্দন জানালো ইউসিবি স্টক ব্রোকারেজ


ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের নতুন দায়িত্ব গ্রহণকারী ম্যানেজিং ডিরেক্টর তারিক আমিন ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি এমডি এবং সিইও মোহাম্মদ রহমত পাশা আজ ১০ আগস্ট জনাব তারিক আমিন ভূঁইয়াকে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান। মোহাম্মদ রহমত পাশা আশা প্রকাশ করেন, জনাব তারিক আমিন ভূঁইয়ার যোগ্য নেতৃত্বে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড নতুন গতিময়তা লাভ করবে। তিনি জনাব তারিক আমিন ভূঁইয়ার সফল কর্মময় জীবন কামনা করেন



ক্যাটেগরিঃ অর্থনীতি,
সাবক্যাটেগরিঃ বাণিজ্য,


আরো পড়ুন