English
ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্রকাশঃ ২০২২-০৯-২৪ ২০:১৩:১৮
আপডেটঃ ২০২৫-০৪-০৩ ০৩:৫৯:১০


জ্যোতি

জ্যোতি

শাহ্পার খালীদ মহীউদ্দিন

 

জীবন যখন প্রবল হয়ে

আঘাত হানে মননে,

সুখের বীজ দুঃখ হয়ে 

ছড়িয়ে পড়ে চরণে

 

কাছের মানুষ হয় যে দূরের

পাওনা দেনার হিসাবে,

বোধ অবোধের জবাব খোঁজে

জটিল ধাঁধার কিতাবে

 

স্বপ্নগুলো দ্বিধা মেখে

পুড়িয়ে মারে আশাকে,

হতাশ হৃদয় সত্য ভেবে 

জড়িয়ে ধরে বাঁধাকে

 

শুনবে তুমি কানটি পেতে

নিজ হৃদয়ের মাঝারে,

আছে আছে সকল পাওয়া

লুকিয়ে তোমার গভীরে। 

 

অন্তরের ওই ছোট্ট উঠান

সোনার আলোয় ভরিয়ে রেখো,

আপন জনের নিঝুম বাগান

সৃষ্টি সুখে জড়িয়ে থেকো

 

তুচ্ছ কোরো দুঃখ জরা 

বুকের মুখের হাসি দিয়ে,

আলোর পথ দেবেই ধরা

স্রষ্টা প্রেমের জ্যোতি নিয়ে

 


ক্যাটেগরিঃ লেখালেখি,