ফরহাদ কবীর
২৬ আগস্ট ২০২৪ তারিখে পৃথিবী থেকে বিদায় নিলেন বর্তমান সময়য়ের অন্যতম সেরা ফুটবল কোচ সেভেন গোরান এরিকসন। সুইডিশ এরিকসন ছিলেন এমন একজন স্বল্প পরিচিত ফুটবলার যিনি খ্যাতি অর্জন করেছিলেন ফুটবল কোচিং-এ।
ফুটবলার হিসেবে তাঁর ক্যারিয়ার ২৭ বছর বয়সে শেষ, কিন্তু সেখান থেকে শুরু কোচ এরিকসন-এর যাত্রা। প্রথমে ক্লাব ফুটবল কোচের অ্যাসিস্ট্যান্ট, এর ঠিক এক বছর পর জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কোচিং এর দুনিয়ায় পা রাখলেন তিনি।
সুইডিশ লিগে ক্লাবগুলো সাফল্য এনে দেওয়া এরিকসন দেশ বিদেশের মাটিতে পা রাখেন। যোগ দেন পর্তুগালের কোচ বেনিফিকায় । বেনিফিকার সফল ক্যারিয়ার শেষে তিনি ইতালিতে গিয়ে রোমার ম্যানেজার হন। এরপর ইতালি, পর্তুগালের ক্লাব কোচিং শেষে এরিকসন যোগ দেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে। আর এখানে তাঁর সাথে পরিচয় ঘটে ফারিয়া আলমের। যে সম্পর্ক রূপ নেয় এক ভালবাসায়।
ফারিয়া আলমের জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায়। তবে ছোটবেলায় তার পরিবার ইংল্যান্ডে পাড়ি জমায়। ২০০৯ সালে ফারিয়া এফএ মানে ইংল্যান্ডের ফুটবল এসোসিয়েশন এ চাকরি নেন। এখানে তিনি সেভেন গোরান এরিকসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান।
যেমনটা আরবি প্রবাদে আছে, প্রেম, পাহাড় আর উটের পিঠে থাকা সওয়ার নিজেকে লুকাতে পারে না। এরিকসন ও ফারিয়া নিজেদের এই সম্পর্ক লুকাতে পারেননি। প্রচার মাধ্যমে এই সম্পর্কের কাহিনী ফাঁস হয়ে গেলে এক বছরের মাথায় এই সম্পর্ক ভেঙ্গে যায়, সেই সাথে ফারিয়া হারান তার চাকরি।
তবে এতে ম্যানেজার হিসেবে এরিকসনের ফুটবল ক্যারিয়ার কিন্তু থেমে থাকেনি। ইংল্যান্ডের ম্যানেজারের চাকরি শেষে এরিকসন ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন।
ক্লাব কোচিং এর মাঝে তিনি মেক্সিকো, তারপরে আইভরি কোস্ট, চীন ও ফিলিপাইনের জাতীয় দলের দায়িত্ব শেষে অবসর নেন।
অন্যদিকে ফারিয়া আলম ব্রিটেনের ফুটবল ফেডারেশনের চাকর থেকে বিদায় নেওয়ার পর মডেলিং ও চলচ্চিত্রে মনোনিবেশ করেন। এর জন্য তিনি আমেরিকায় পাড়ি জমান।
২০২৪ সালের জানুয়ারি মাসে এরিকসনের শরীরে ক্যান্সার ধরা পড়ে। তখন ফারিয়া আলম আমেরিকা থেকে এরিকসনকে একটা মেইল করে। এই মেইলে তিনি লিখেন, প্রিয় সেভেন, তোমার সংবাদ শুনে আমার খুব খারাপ লাগছে। ভালবাসা ছাড়া তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই। তোমার সুস্থতা কামনা করছি।
এরিকসনকে যতবার জিজ্ঞেস করা হয়েছে, ততবার সে বলেছে, আমি ফারিয়াকে ভালোবাসি।আমি আমার এই ভালোবাসা ধরে রাখতে পারিনি।
২০২৪ সালে ২৩ আগস্টে এরিকসনের মৃত্যুর ঠিক আগে সেভেন নামে এক ডকুমেন্টরি মুভি রিলিজ হয়। এই মুভি এরিকসনের জীবনী। এতে ফারিয়া আলম সহ অন্যান্য অভিনেতা অভিনয় করেছেন। এদের নাম, ডেভিড বেকহাম, ওয়েইন রুনি, ক্যাসপার স্মাইকেল। এরা সবাই পৃথিবী বিখ্যাত ফুটবলার ছিলেন।
লেখক
পরিচিতি: ক্রীড়া লেখক
ক্যাটেগরিঃ খেলাধুলা,